প্রকাশিত : ৪ আগস্ট, ২০১৯ ১২:৩০

প্রথমবারের মতো উয়েফা সুপার কাপে নারী রেফারি

অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো উয়েফা সুপার কাপে নারী রেফারি

প্রথমবারের মতো উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নারী রেফারি। শুধু তাই নয়, মাঠে তার সহকারী রেফারি হিসেবে যারা থাকবেন তারাও নারী। 

জানা গেছে, আগামী ১৪ আগস্ট লিভারপুল-চেলসি ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন ৩৫ বছর বয়সী ​স্তেফানি ফ্রাপার্ত। তার সহকারী হিসেবে থাকবেন ম্যানুয়েলা নিকোলসি ও মিশেল ও'নিল।

অবশ্য মাঠে তিন নারী ম্যাচ পরিচালনা করলেও চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রেফারি কুনেত সাকির।

এর আগে গেল মৌসুমের ফরাসি লিগ ওয়ানে প্রথম নারী রেফারি হিসেবে আমিয়েঁ-স্ত্রাসবার্গ ম্যাচের দায়িত্বে ছিলেন ফ্রাপার্ত।

উপরে