প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৫

পাহাড়সম লক্ষ্য পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
পাহাড়সম লক্ষ্য পেল বাংলাদেশ

বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হয় বেলা ১১টা ৫০ মিনিটে। রোববার সব মিলিয়ে প্রায় ৬ ওভারের মতো ব্যাট করে আরও ২৩ রান যোগ করে অল আউট হয়েছে আফগানিস্তান। ৯০.১ ওভারে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৮ রান।

তৃতীয় দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান আফসার জাজাই ও ইয়ামিন আহমেদজাই মাঠে নামেন।

৯ রান করে রান আউট হলে মাঠ ছাড়তে বাধ্য হন ইয়ামিন। অন্যদিকে নতুন ব্যাটসম্যান জহির খান মেহেদী হাসান মিরাজের বলে আউট হন। কোনও রানের খাতা না খুলেই মুমিনুল হকে তালু বন্দি হন তিনি। 

মাত্র দুই রানের জন্য অর্ধশত বঞ্চিত হয়ে অপরাজিত থাকেন আফসার।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলেছেন সাকিব আল হাসান। দুটি করে উইকেট আদায় করেছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

খেলা দেরিতে শুরু হওয়ায় লাঞ্চ বিরতি দেয়া হবে দুপুর ১টায়। অন্যদিকে চা বিরতি ৩টা ৪০ মিনিটে দেয়া হবে। এছাড়া পুরো দিন খেলা চালানোর জন্য ৫টা ৪০ মিনিটে খেলা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ ও ২৬০

বাংলাদেশ প্রথম ইনিংস: ২০৫

লক্ষ্য ৩৯৮ রান

উপরে