প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:২০

সেরানাকে উড়িয়ে শিরোপা বিয়াঙ্কার

অনলাইন ডেস্ক
সেরানাকে উড়িয়ে শিরোপা বিয়াঙ্কার

 

প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কো। সেরেনা উইলিয়ামসের রেকর্ড গড়ার স্বপ্ন ভেঙ্গে জিতে নিলেন ইউএ ওপেন টেনিসের নারী এককের শিরোপা। 

শনিবার সেরেনাকে এই কানাডিয়ান টিনএজার হারিয়েছেন ৬-৩ ও ৭-৬ গেমে। 

প্রথম সেটে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর প্রাণান্ত চেষ্টা করেন সেরেনা উইলিয়ামস। তবে হার ঠেকাতে পারেনি। দুর্দান্ত কিছু শট খেলে সরাসরি সেটে শিরোপা জয়ের আনন্দে মাতেন ১৯ বছর বয়সী বিয়াঙ্কা। 

আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই টেনিস ইতিহাসের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন সেরেনা। তবে বিয়াঙ্কার কাছে ইউএস ওপেন হেরে সেই অপেক্ষাটা আরও বাড়লো ৩৭ বছর বয়সী সেরেনার।

উপরে