প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩১

লিগ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল, চেলসি ও ম্যানইউ

অনলাইন ডেস্ক

লিগ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল, চেলসি ও ম্যানইউ
নিজেদের ম্যাচে সহজেই জিতে ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল ও চেলসি। আর টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় জিতে পরের রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
তৃতীয় রাউন্ডে তৃতীয় সারির ক্লাব মিল্টন কেইন্স ডন্সের মাঠে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ঘরের মাঠ চতুর্থ সারির দল গ্রিম্সবি টাউনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি।

প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে জেমস মিলনারের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ডাচ ডিফেন্ডার ইয়ানা-হুভার।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে যায় চেলসি। চতুর্থ মিনিটে রস বার্কলির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মিচি বাতসুয়াই। উনবিংশ মিনিটে ব্যবধান কমান ম্যাট গ্রিন। ৪৩তম মিনিটে চেলসির স্কোরলাইন ৩-১ করেন পেদ্রো।

৫৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান কুর্ট জুমা। আর শেষ ১০ মিনিটে আরও তিন গোল করে বিশাল জয় নিশ্চিত করে চেলসি।

৮২তম মিনিটে জেমস দলের পঞ্চম গোল করার চার মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন বেলজিয়ামের ফরোয়ার্ড বাতসুয়াই। ৮৯তম মিনিটে দলের সপ্তম গোলটি করেন তরুণ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোই।

এই নিয়ে তৃতীয়বারের মতো লিগ কাপের কোনো ম্যাচে সাত গোল করল চেলসি। ১৯৬০-৬১ মৌসুমে টুর্নামেন্টের অভিষেক আসরে মিলওয়াল ও ডনক্যাস্টারের বিপক্ষে সাত গোল করে করেছিল লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবটি।

আর ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় সারির দল রোচডেলের সঙ্গে ইউনাইটেডের ম্যাচের নির্ধারিত সময় ১-১ ড্রয়ে শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জেতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া উলে গুনার সুলশারের দল।

উপরে