প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯ ১৩:৫৮

কলকাতা টেস্টে খেলা হচ্ছে না সাইফের

অনলাইন ডেস্ক
কলকাতা টেস্টে খেলা হচ্ছে না সাইফের

ইন্দোরে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। কলকাতায় দিবারাত্রির টেস্টে খেলার সম্ভাবনা ছিল দলের সঙ্গে থাকা আরেক ওপেনার সাইফ হাসানের। কিন্তু সেটা আর হচ্ছে না। আঙুলের চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাইফ। বুধবার বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম টেস্টের দ্বিতীয় দিন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে গালিতে চেতেশ্বর পুজারার দারুণ একটি ক্যাচ নিয়েছিলেন সাইফ। কিন্তু ক্যাচ নেওয়ার সময়ই বাম হাতের কনিষ্ঠায় চোট পান। তৈরি হয় ক্ষত।

সেই ক্ষত এখনো সারেনি। পুরোপুরি সেরে উঠতে তাকে বিশ্রাম দিয়েছে দলের মেডিক্যাল টিম। সাইফ ছিটকে গেলেও তার বদলি হিসেবে কাউকে অবশ্য দলে অন্তর্ভুক্ত করা হয়নি। সম্প্রতি দারুণ ফর্মে থাকা সাইফ এবারই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছিলেন। কলকাতায় হয়তো আন্তর্জাতিক অভিষেকও হয়ে যেত। কিন্তু চোটের কারণে সেটা আর হলো না।

শুক্রবার ইডেন গার্ডেনে শুরু হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। দুই দলই প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে যাচ্ছে। প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে আছে ভারত।

উপরে