প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৭

উত্তাপ ছড়ানোর আশ্বাসে শুরু বিপিএল

অনলাইন ডেস্ক
উত্তাপ ছড়ানোর আশ্বাসে শুরু বিপিএল

শেষ হচ্ছে অপেক্ষা। আজই শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টি। ৭ দলের বিপিএল। ২২ গজে তাদের ৩৫ দিনের লড়াই। রোমাঞ্চকর ৪৬টি ম্যাচ উপহার দেওয়ার আশ্বাস। দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে প্রতিভাবানদের অংশগ্রহণ। নামিদামি বিদেশি ক্রিকেটার। সবাই এখন বিপিএল ছাতার নিচে।

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই মাঠে গড়াচ্ছে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের জমজমাট মাঠের লড়াই । জৌলুস ছড়ানো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে ৩ দিন আগে। মিরপুর শের-ই-বাংলায় বিপিএলএর বর্ণাঢ্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গড়াচ্ছে মাঠের লড়াই। দুপুর দেড়টায় মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার। আর দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স ।

প্রথম ম্যাচেই ইনজুরির ছোবল। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে চট্টগ্রাম পাবে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তাদের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস। মাহমুদউল্লাহর অভাব অনুভব করবেন জানিয়ে প্রথম ম্যাচে নামার আগে ইমরুল বলেছেন, ‘উনাকে দুটো ম্যাচ মিস করব। এর সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। এ জায়গায় দেশি কেউ খেলতে পারে কিংবা বিদেশি। যে সুযোগ পায়, সেটি যেন কাজে লাগায়। শুরুটা সবাই ভালো করতে চাই। প্রথম ম্যাচ জিতলে সবার আত্মবিশ্বাস বাড়বে। দেশের ক্রিকেটার ও দলের জন্য ভালো হবে। আমরা আত্মবিশ্বাসী; সবাই আন্তরিকভাবে চাইব প্রথম ম্যাচটি জিততে।’

প্রতিপক্ষের মতো সিলেটে নেই ইনজুরির ধাক্কা। তবে কাগজে কলমে সিলেট পিছিয়ে চট্টগ্রামের থেকে। দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য তা মানতে চান না । তরুণ এই অলরাউন্ডারের মতে, সিলেটের দলটা ভারসাম্যপূর্ণ।

নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কন্ঠে মোসাদ্দেক বলেছেন, ‘আমরা ভালো একটা দল। আমরা ৩-৪ জন আছি যারা জাতীয় দলে বর্তমানে খেলছি। জাতীয় দলে ঢুকবে এমনও কয়েকজন আছেন। এছাড়াও যারা আছে ওরাও এক সময় খেলেছেন। বিদেশিরাও নিজ দেশের জাতীয় দলের খেলোয়াড়। তাই আমি মনে করি, টুর্নামেন্টে লড়াই করার মতো ভারসাম্যপূর্ণ দল আমরা।’

সন্ধ্যা সাড়ে ৬ টায় মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। দুই দলেরই অধিনায়ক দুই বিদেশি। রংপুরের দায়িত্ব মোহাম্মদ নবীর কাঁধে। কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা। নিজের দল নিয়ে মোহাম্মদ নবী বেশ আশাবাদী। ‘প্রতিভাবান বাংলাদেশি ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। টুর্নামেন্টে ভালো ফলের জন্য আমরা সেরাটাই দেব।’

নবী ড্রেসিং রুমে পেয়েছেন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজ ও তাসকিনকে। তাদের নিয়ে তার উচ্ছ্বাস চোখে পড়ল বেশ, ‘ওরা থাকায় আমরা শক্তিশালী বোলিং বিভাগ হিসেবে খেলতে পারব। মুস্তাফিজ অফ ফর্মে থাকলেও তাকে নিয়ে আমরা চিন্তিত না।  ও স্বরূপেই ফিরে আসবে। ’

বিপিএলের ষষ্ঠ আসরের মতো বিদেশী তারকা ক্রিকেটার অবশ্য এবার থাকছেন না। ক্রিস গেইল খেলবেন। এর সঙ্গে শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, আন্দ্রে রাসেল, মোহাম্মদ আমিররাও থাকছেন। কিন্তু বড় নাম বলতে আর কেউ নেই। গত আসরে যেমন এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ খেলেছেন।

এবার তারা নেই। আবার বাংলাদেশের সাকিব আল হাসানও নেই। তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি কিছুটা হলেও বিপিএল’র জৌলুস কমাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে মাঠের ক্রিকেটে যে কোনো দিন যে কেউ হয়ে যেতে পারে তারকা। সেই আশায় বুক বেঁধেছে আয়োজকরা। দেখার বিষয় বিপিএল কতোটা উত্তাপ ছড়াতে পারে।

উপরে