প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০ ১৫:৪৯

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি

অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি

২০২০ সালের বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন মহেন্দ্র সিং ধোনি। বোর্ডের এ প্লাস পর্যায়ে রয়েছেন তিনজন — বিরাট কোহলি, রোহিত শর্মা আর যশপ্রীত বুমরা। মোট ২৭ জনের নাম থাকলেও ৩৮ বছরের ধোনির নাম কোথাও নেই। এই চুক্তি ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ভারতীয় টিমে ধোনির থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে ধোনির বাদ পড়াটা সরে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর সময়ের অপেক্ষা। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি চার ভাগে ভাগ করা হয়। এ প্লাস গ্রেডে চুক্তির মূল্য ৭ কোটি টাকা। এ গ্রেডে ৫ কোটি, বি গ্রেডে ৩ ও সি গ্রেডে ১ কোটির অর্থমূল্যে বার্ষিক চুক্তি করা হয়। এ গ্রেডে রয়েছেন ১১ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ঋষভ পন্থরা। বি গ্রেডে আছেন ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, যজুবেন্দ্র চাহাল, মায়াঙ্ক আগরওয়াল। সি গ্রেডে রয়েছেন ৯ জন।

উপরে