প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০ ১৫:৪৪

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তামিম

অনলাইন ডেস্ক
সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তামিম

হারিস রউফের অফ স্টাম্পের লেংথ বলটা ড্রাইভ করলেন তামিম ইকবাল। কাভার দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে। এই চারে তামিম গড়লেন রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তামিমের। বাঁহাতি এই ব্যাটসম্যান ছাড়িয়ে গেছেন আরেক বাঁহাতি সাকিব আল হাসানকে।

নিষেধাজ্ঞায় ক্রিকেটের বাইরে থাকা সাকিবকে ছাড়াতে আজ শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তামিমের প্রয়োজন ছিল ১২ রান। ব্যক্তিগত ১০ থেকে রউফকে ওই চার হাঁকিয়ে তামিম উঠে যান চূড়ায়।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দেশের হয়ে ৭৬ ইনিংসে সাকিব করেছেন ১ হাজার ৫৬৭ রান। তামিম সাকিবকে ছাড়িয়ে গেলেন ৭২ ইনিংসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ড অবশ্য আগে থেকেই তামিমের। বিশ্ব একাদশের হয়ে যে ৪ ইনিংসে ৫৭ রান আছে ৩০ বছর বয়সি এই ব্যাটসম্যানের।

উপরে