প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২০ ১২:০৬

তামিমের ইনিংসের প্রশংসা করলেন বাশার

অনলাইন ডেস্ক
তামিমের ইনিংসের প্রশংসা করলেন বাশার

চলমান বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে( বিসিএল) ট্রিপল সেঞ্চুরি করেছেন বাংলাদশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তার এই ইনিংসের প্রশংসা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এ প্রসঙ্গে গতকাল রবিবার বিসিবির এই নির্বাচক সাংবাদিকদের বলেন, ‘তামিমের ইনিংসটা অসাধারণ। তামিমের ব্যাটিং নিয়েতো নতুন করে বলার কিছু নেই। যেটা সবচেয়ে দেখার বিষয় ছিল এই ম্যাচে, আমি প্রথম দিন থেকে ওর ব্যাটিং দেখেছি। ব্যাট করার আগ্রহটা। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের ঘরোয়াতে আসলে লম্বা সময় ব্যাট করার প্যাশনটা থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ব্যাট করা আরোও কঠিন।’

তিনি আরো বলেন, ‘প্যাশনটা এখান থেকে নিয়ে যেতে হবে। সে যেভাবে ব্যাট করেছে এ জায়গায় তামিম ফুল মার্কস পাচ্ছে। অবশ্যই ৩০০ এর বেশি করা অনেক বর ব্যাপার। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সে যত সময় নিয়ে ব্যাট করেছে সেটা। এতক্ষণ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচেও ব্যাট করলে ২০০-২৫০ রান হয়ে যাবে। কিন্তু ওর যে আগ্রহটা এতক্ষণ ব্যাট করার আমার কাছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’

উল্লেখ্য, রকিবুল হাসানের পর দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন তামিম। গতকাল রবিবার বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। 

উপরে