প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১৮

যুব বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
যুব বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট শিরোপার লড়াইয়ে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। গত সোমবার প্লেট কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৫২ রানের বড় ব্যবধানে হারিয়ে নবম দল হিসেবে যুব বিশ্বকাপ শেষ করল জর্জ ব্যাল্ডারসনের দল।

প্রসঙ্গত, বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেটারদের বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার জন্য যুব বিশ্বকাপে দুই স্তর রাখা হয়। চার গ্রুপের শীর্ষ আট দল লড়াই করে শিরোপার জন্য। আর গ্রুপপর্ব শেষে বাদ পড়ে যাওয়া দলগুলোকে নিয়ে খেলা হয় প্লেট কাপ।

এদিন বেনোনির উইলমোর পার্কে ড্যান মুসলির সেঞ্চুরি ও জ্যাক হেইনস-জয় এভিসনের ফিফটিতে ভর করে ২৭৯ রানের বড় স্কোর দাড় করায় ইংল্যান্ডের যুবারা। ২৮০ রানের জবাবে খেলতে নেমে লুইস গোল্ডসওয়ার্থির বোলিং তোপে মাত্র ১২৭ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। এর ফলে ১৫২ রানের বড় ব্যবধানে জয় পায় ইংলিশরা। 

উপরে