প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৮

জায়েদের আঘাতে ফিরলেন আজহার

অনলাইন ডেস্ক
জায়েদের আঘাতে ফিরলেন আজহার

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে পাকিস্তান ও বাংলাদেশ। যেখানে রাওয়ালপিন্ডিতে (৮ ফেব্রুয়ারি) এদিন ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। তবে দারুণ বল করে পাকিস্তানের দুই টপঅর্ডারকে ফেরালেন আবু জায়েদ রাহি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে পাকিস্তান।  

শুরুতে উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে। তবে শান মাসুদ ও আজহার আলীর ৯১ রানের জুটি ভাঙেন সেই জায়েদ। এবার পাকিস্তান অধিনায়ক আজহার আলীকে দলীয় ২৩তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৪ রানে স্লিপে থাকা নামজুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান তিনি।

এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। ফেরান স্বাগতিক ওপেনার আবিদ আলীকে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় বলেই সফল হন আবু জায়েদ। উইকেটরক্ষক লিটন দাশের ক্যাচে শূন্য রানে আবিদকে ফেরানে এই ডানহাতি।

পাকিস্তান সফরে আলোচিত সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দিন ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করতে পারে দলটি। দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ মিঠুন। একমাত্র ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন ফিফটির দেখা। এরপরই প্রথম দিনের সমাপ্তি ঘটে।

মিঠুন ১৪০ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৪৪ রান।

পাকিস্তানি বোলারদের মধ্যে ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। দুটি করে উইকেট ভাগ করেন নেন মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল। এক উইকেট পান নাসিম শাহ।

উপরে