প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৩৬

সাকিবের পর রাকিবুলের আঘাত

অনলাইন ডেস্ক
সাকিবের পর রাকিবুলের আঘাত

ভারতের দলীয় ৯ রানে প্রথম আঘাতটি এনেছিলেন অভিষেক দাস। ব্যক্তিগত ২ রানে জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্যাক্সেনা। শুরুতে উইকেট হারালেও যশওয়াল ও তিলক ভার্মার ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় যুবারা। দুজনে মিলে ৯৪ রানের জুটি গড়েন।

২৯তম ওভারে এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। থার্ডম্যানে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়েছেন শরিফুল। ফেরার আগে ৩৮ রান করেন তিলক। এরপর ভারতীয় অধিনায়ক গর্গকে দ্রুত ফিরিয়ে দিয়েছেন রাকিবুল হাসান। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব সহজেই লুফে নেন ক্যাচটি। ৯ বলে ৭ করেছেন গর্গ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় যুবাদের সংগ্রহ ৩৪ ওভারে ৩ উইকেটে ১২৪ রান।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রবিবার ফাইনাল ম্যাচে টস হেরে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। ভারি বর্ষণের কারণে ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা জাগলেও ঠিক সময়েই টস করে মাঠে নামে দু’দল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক আকবর আলী। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে।

উপরে