প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৮

যুব দল থেকে আমাদের শেখা উচিত : মুমিনুল

অনলাইন ডেস্ক
যুব দল থেকে আমাদের শেখা উচিত : মুমিনুল

ভারতের যুবাদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। জাতীয় দল যখন পাকিস্তানে ব্যর্থতার মিছিলে তখন যুব দল বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের। ছোটদের সাফল্য টিভির পর্দায় দেখেছেন মুমিনুলরা। আর বিস্ময় ছড়িয়েছে প্রত্যেকের! এতোটুকু বয়সে এতোটা নিবেদন, এতোটা তাড়না, এতোটা ধৈর্য্য।

শুধু বিস্ময় ছড়ায়নি ভেতর থেকে প্রত্যেকের আত্মউপলব্ধি, যুব দল থেকেই আমাদের শেখা উচিত।’ মুমিনুল পিন্ডি টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর গণমাধ্যমে এ কথা বলেছেন সরাসরি।

‘তারা যেভাবে লড়াই করেছে, যে ধৈর্য্য দেখিয়েছে সেটা দেখে আমাদের শেখা উচিত। তাদের থেকে আরেকটি বিষয়ও নিতে পারি। তারা যেভাবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছে এবং একে অপরের সাথে যে যোগাযোগ করেছে সেটাও আমরা গ্রহণ করতে পারি।’ – বলেছেন মুমিনুল।

বিস্তারিত আসছে…

উপরে