প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২১

আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

অনলাইন ডেস্ক
আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

অলিম্পিকে জায়গা করে নিতে আর্জেন্টিনার সঙ্গে ড্র করলেও হতো ব্রাজিলিয়ানদের। তবে সেলেসাওরা জয় দিয়ে অলিম্পিকে জায়গা করে নিলো। জুনিয়র মেসিদের ৩-০ গোলে হারালো ব্রাজিল।

সোমবার ২০২০ অলিম্পিকে জায়গা করে নেয়ার জন্য লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের দিন ছিল। ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের আগে মুখোমুখি হয় কলম্বিয়া-উরুগুয়ে। উরুগুয়ে ম্যাচের দিকে তাকিয়ে ছিল সেলেসাওরা। সে ম্যাচে উরুগুয়ে জিতলে ব্রাজিলের জন্য জয় ছাড়া কোনো উপায় ছিল না। তবে ৩-১ গোলে হেরে অলিম্পিকে জায়গা করে নিতে পারেনি উরুগুইয়ানরা।

ম্যাচ হেরে উরুগুয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের পথ সুগম করলেও জয় দিয়ে নিজেদের অলিম্পিক যাত্রা রাঙিয়েছে ব্রাজিল। ৩-০ গোলে জেতা ম্যাচে ১১ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাউলিনহো। এরপরে জোড়া গোল করেন ম্যাথিউস কুনহা।

তবে এ হারে কোনো ক্ষতি হয়নি আলবিসেলেস্তেদের। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে লাতিন আমেরিকা থেকে অলিম্পিকের টিকিট কাটে আর্জেন্টিনা।

উপরে