প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৪

মেয়ের জন্য কাঁদলেন ছেলের বিজয়ে গর্বিত বাবা

অনলাইন ডেস্ক
মেয়ের জন্য কাঁদলেন ছেলের বিজয়ে গর্বিত বাবা

আর কিছুক্ষণের মাঝেই দেশের মাটিতে পা রাখতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী বিমানটি। বিপুল আয়োজনের মাধ্যমে টাইগারদের বরণ করার প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছেলেদের বরণ করতে যাচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। বিমানবন্দরে ছেলেকে বরণ করে নিতে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিশ্বজয়ী অধিনায়ক আকবর আলীর বাবা মোহাম্মদ মোস্তফা। সেখানেই কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।

ছেলের নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয় ছুঁয়ে যাচ্ছে মোহাম্মদ মোস্তফাকে। কন্যা হারানোর শোক নিয়েও তিনি এসেছেন গর্বিত পিতা হিসেবে ছেলেকে বরণ করতে। তিনি বলেন, 'এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা গৌরব। বিশেষ করে মুজিববর্ষে বাংলাদেশের জন্য আল্লাহতায়ালার এই রহমত। আমি খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছি।'

বিশ্বকাপের মাঝেই মারা যায় আকবর আলীর বোন। মেয়ের কথা জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়েন আকবর আলীর বাবা। তিনি বলেন, 'আমি তো জানাবার চেষ্টা করিনি ওকে। আমরা দলের কাউকে জানাইনাই। আমাদের পরামর্শ হইছিল যে, কাউকে জানাব না। দল কীভাবে খবর পাইছে জানি না। ওরা গোপন রাখছিল। অভিষেকের (আকবরের বিশ্বকাপ সতীর্থ অভিষেক দাস) বাবা আমাকে ফোন করে বলছিল, সবাই জেনে গেছে। তখন বুঝতে পারলাম যে আকবরও জেনে গেছে। তখন বাসায় পরামর্শ করলাম, যে আকবরকে জানানো হোক। নাহলে ও আরও মন খারাপ করবে।'

মোহাম্মদ মোস্তফা আরও বলেন, 'ভাইয়ের কাছ থেকে বোনের মৃত্যুর খবর শুনে আকবর শুধু বলেছিল, আমারে এত দেরিতে জানাইলা? এরপর কেউ আর কোনো কথা বলে নাই। ফাইনালের আগের রাতে আমাকে ফোন করল। বলল মাঠ থেকে এলাম, এখন বিশ্রাম নিব। কাল কথা হবে। পরের দুই দিন আর কথা হয়নি। দেশে ফেরার দিন বলল, তোমাকে কষ্ট করে এয়ারপোর্টে আসতে হবে না। তারপরেও আমি চলে আসছি।'

উপরে