প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৭

ছয় মাস মাঠের বাইরে ডেম্বেলে

অনলাইন ডেস্ক
ছয় মাস মাঠের বাইরে ডেম্বেলে

চোট যেন পিছুই ছাড়ছে না উসমান ডেম্বেলের । ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর মাঠের চেয়ে হাসপাতালেই বেশি সময় কেটেছে উসমান ডেম্বেলের। কয়েকদিন আগে অনুশীলনে ফিরেই আবার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। সে চোটের কারণে আবারও শল্যবিদের ছুরির নিচে যেতে হয়েছে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডকে।

মঙ্গলবার ফিনল্যান্ডে সফল অস্ত্রোপচারের পর চিকিৎসক শোনালেন নতুন দুঃসংবাদ। অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ডেম্বেলেকে। এ মৌসুমে তাকে আর পাচ্ছে না বার্সেলোনা। ফ্রান্সের হয়ে ২০২০ ইউরোতেও খেলতে পারবেন না ২২ বছর বয়সী ডেম্বেলে।

মুদ্রার উল্টো পিঠে একটি সুখবরও আছে বার্সেলেনার জন্য। ডেম্বেলের আগে চোটে পড়ে ছিটকে গেছেন বার্সার আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ধারণা করা হচ্ছেলি, এ মৌসুমে আর ফেরা হবে না উরুগুয়ে তারকার। কিন্তু ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন সুয়ারেজ। ক্রাচ ছাড়াই এখন হাঁটতে পারছেন। পুনর্বাসন প্রক্রিয়া বর্তমান গতিতে এগোলে মৌসুমের শেষ চার ম্যাচে হয়তো খেলতে পারবেন সুয়ারেজ।

উপরে