প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৭

‘মিস্টার ইন্টারফেয়ারার’ হয়ে জাতীয় দল সামলাবেন বিসিবি প্রধান

অনলাইন ডেস্ক
‘মিস্টার ইন্টারফেয়ারার’ হয়ে জাতীয় দল সামলাবেন বিসিবি প্রধান

জাতীয় দলের ওপর রীতিমত বিরক্ত বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধানের স্পষ্ট কথা, ‘ওরা (জাতীয় দল) কি করতে চাচ্ছে সেটা-ই তো স্পষ্ট নয়।’ কোন পরিকল্পনায় জাতীয় দল এগিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছেন না বিসিবি সভাপতি। তাইতো তিনি চাইছেন আবার আগের মতো জাতীয় দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে।

বিসিবির চার বছরের দীর্ঘ পরিকল্পনায় মিলেছে যুব বিশ্বকাপের শিরোপা। বয়সভিত্তিক দল পারলে জাতীয় দল কেন পারবে না সেই প্রশ্ন উঠছে সর্বমহলে? ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা কি এখন থেকেই করছে বিসিবি?

যুবাদের দেশে ফেরার দিনে উৎসবমুখর ছিল বিসিবি। বোর্ড সভাপতির মুখে ছিল প্রাপ্তির হাসি। কিন্তু জাতীয় দল প্রসঙ্গ আসতেই মুখ মলিন হয়ে গেল বোর্ড প্রধানের। ফিরিয়ে আনলেন পুরোনো কিছু প্রসঙ্গ।

‘লক্ষ্য তো ছিল অনেক কিছুই। কিন্তু ছন্দপতন হয়েছে। যেটা বললাম, গত বিশ্বকাপের পর থেকেই অন্যরকম দেখতে পেয়েছি। বিশ্বকাপে তো সাকিব একাই টেনে নিয়ে গেছে। টিম ওয়ার্ক আমরা পাইনি। এরপর তো যাচ্ছেতাই অবস্থা। আমার তো মনেই হয় না যে এটা বাংলাদেশ দল।’

‘টসে জিতলে কী নেব, কে কোথায় নামবে, সব ছিল আমার মুখস্থ। আমার সঙ্গে আগেই কথা হয়ে থাকত। এখন কিন্তু তা নেই। এখন উল্টো হচ্ছে। আমাকে যদি বলে ফিল্ডিং নেব, খেলা শুরুর পর দেখি ব্যাটিং নিয়েছে। আমি কিছু বুঝি না। এমন শুরু হয়েছে ভারত সফর থেকে। এমনকি এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও যা বলে গেলাম, এসে দেখি সব উল্টো।’

জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য বোর্ড সভাপতি দায়ী করছেন নিজেকেই! ‘এমন হওয়ার জন্য আমি মনে করি সবচেয়ে বড় দায়ী আমি নিজে। খুব বেশি এখান থেকে সরে আসতে চাইছিলাম। ভেবেছিলাম অনেক হয়েছে। আস্তে আস্তে ওরা নিজেরাই ঠিক হয়ে যাবে। এখন দেখছি না আবার আগের মতো হতে হবে। হাথুরুসিংহে থাকলে কি এমন হতো নাকি? আমি এখনও ওকে মিস করি।'

দলকে ছন্দে ফেরাতে আবার দলের সঙ্গে মিশে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি, ‘আবার আগের মতো হয়ে যেতে হবে। ওই যে আপনারা নাম দিয়েছিলেন না “মিস্টার ইন্টারফেয়ারার”। ওইরকম আবার মনে হয় একটা নাম হতে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনের শেষে বেরিয়ে যাওয়ার পথে নাজমুল হাসান আবার বলে উঠেন, ‘একটা দলকে তো এভাবে ছেড়ে দিতে পারিনা। এতো কিছু করছি কিন্তু ফল হচ্ছে না। এভাবে তো চলতে পারে না। আবার আমি ওদের সঙ্গে বসব।’

বিজ্ঞাপনের জিজ্ঞেল আছে, ‘দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে তো দাগ-ই ভালো।’ ‘মিস্টার ইন্টারফেয়ারার’ হয়ে যদি বিসিবি সভাপতি দলকে সাফল্য এনে দিতে পারেন তাহলে মন্দ কী!

উপরে