প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৩৩

স্রোতের বিপরীতে মার্শালের অনবদ্য সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
স্রোতের বিপরীতে মার্শালের অনবদ্য সেঞ্চুরি

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি সাউথ জোন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ওয়ালটন টস জিতে ব্যাট করতে নামে।

যদিও এমন সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে বেশ বেগ পেতে হচ্ছে ওয়ালটনকে। ৯৭ রানেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। অবশ্য স্রোতের বিপরীতে ওয়ালটন সেন্ট্রাল জোনের হাল ধরেন মার্শাল আইয়্যুব। তৃতীয় উইকেট হারানোর পর তিনি মাঠে নামেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ালটন ৮ উইকেট হারালেও তিনি অপরাজিত আছেন।

ইতিমধ্যে তুলে নিয়েছেন সেঞ্চুরিও। নাসুম আহমেদের করা ৭২তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ৮৮ থেকে ৯৪ রানে পৌঁছান। তৃতীয় বলে ২ রান নিয়ে পৌঁছান ৯৬ রানে। এরপর ষষ্ঠ বলটিকে বাউন্ডারির বাই পাঠিয়ে ১৬০ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরি করার পথে তিনি ১০টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।

তার সেঞ্চুরিতে ভর করে ৭৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার সেরা ইনিংস ২৮৯ রানের।  ২০১৩ সালে এই রান করেছিলেন তিনি।

উপরে