প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে শুরু নারী বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে শুরু নারী বিশ্বকাপ

জয় দিয়ে নারী বিশ্বকাপে যাত্রা শুরু করলো ভারত। হারিয়েছে আসরের হট ফেভারিট স্বাগতিক অস্ট্রেলিয়াকে। আজ সিডনিতে চলতি আসরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়েছে ভারত।

টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে ভারতীয় নারীরা। জবাবে এক বল বাকি থাকতে ১১৫ রানে গুটিয়ে যায় অজি নারীরা।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজি ব্যাটাররা যেনো হুড়মুড়িয়ে ভেঙে পড়ার প্রতিযোগিতায় নেমেছে। মাত্র দুই ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছে। ওপেনার অ্যালিসা হিলি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান। এছাড়া মিডল অর্ডারে নামা অ্যাশলে গার্ডনার করেন ৩৪ রান। এ দুই ব্যাটারের ব্যাটে যা একটু লড়তে পেরেছে স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় ভালো সূচনা পায় অস্ট্রেলিয়া। তবে ভারতকে জয় এনে দেন পুনম যাদব ও শিখা পান্ডে। পুনম ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়ে অজিদের মিডল অর্ডার গুড়িয়ে দেন। এছাড়াও শিখা নেন ৩ উইকেট। বাকি ৩ উইকেটের ১টি নেন রাজশ্রী ও বাকি ২টি রান আউট।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে উদ্বোধনি জুটিতে ৪১ রান তোলে ভারতীয় দুই ওপেনার। তবে ৪৭ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারায় ভারতীয়রা। শেষদিকে দিপ্তী শর্মার ৪৯ ও জেমিমাহ রদ্রিগেজের ২৬ রানে ১৩২ রানের সংগ্রহ পায় ভারত। অজিদের পক্ষে জেস জনসন ২৬ রানে ২ উইকেট নেন।

উপরে