প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৫:০২

শতকের পথে লিটন, শান্ত’র বিদায়

অনলাইন ডেস্ক
শতকের পথে লিটন, শান্ত’র বিদায়

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে প্রায় দেড় বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে ওয়ানডে। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।  

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৫১/২ (২৮ ওভার)

শান্ত’র বিদায়

মুতুমবোজির নিরীহ স্পিন বলে শট মিস করে প্যাভিলিয়নের পথ ধরেছেন শান্ত। এর আগে লিটনের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন এ বাঁহাতি। ২৯ রান করে এলবির শিকার হন শান্ত। মাঠে এসেছেন মুশফিকুর রহিম।

শতকের পথে লিটন

বাংলাদেশের ইনিংসের অর্ধেক খেলা হয়েছে। ৮৭ রান নিয়ে শতকের পথে আছে লিটন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন শান্ত। দুজনে ৮০ রানের জুটি গড়েছেন। শান্ত ২৯ রানে অপরাজিত আছেন।

দলীয় শতক ছুঁলো বাংলাদেশ

১৯.১ ওভারে দলীয় শতক ছুঁলো বাংলাদেশ। টিরিপানোর করা শর্ট  বল ডাউন দ্য গ্রাউন্ডে এসে সপাটে হাঁকিয়েছেন লিটন। বোলারের মাথার উপর দিয়ে যা চারে রুপ নেয়। আর এ শটে বাংলাদেশ পায় দলীয় শতক।

লিটনের ফিফটি, বাড়ছে রানের গতি

৪৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। এরমধ্যে চারের মার ছিল ৬টি ও ছক্কা ১টি।  রানের গতিও বেড়েছে বাংলাদেশের। ৪-৪.৫ রান রেটে এগুতে থাকা বাংলাদেশ ওভারপ্রতি পাঁচের উপরে রান তুলে এগুচ্ছে। শান্ত ১০ ও লিটন ৫০ করে মাঠে আছেন।

তামিমের বিদায়ে ভাঙলো উদ্বোধনি জুটি

১২তম ওভারের শেষ বল। কার্ল মুম্বার বল তামিমের প্যাডে লাগলে আবেদন করেন বোলার। তবে আম্পায়ার সাড়া দেননি। রিভিউও নেননি অধিনায়ক চিবাবা। তবে রিপ্লেতে দেখা যায় নিশ্চিত আউট ছিলেন তামিম। তবে বেঁচে যান সে যাত্রায়। পরের ওভারে অভিষিক্ত মাদবেরের বলে আবার এলবির শিকার তামিম। এবার আম্পায়ার জানান দেন আউটের। তবে রিভিউ নেন তামিম। রিভিউতে দেখা যায় পরিষ্কার আউট। দলীয় ৬০ রানের মাথায় ৪৩ বলে ২৪ রান করে ফেরেন তামিম। এটি মাদবেরের ক্যারিয়ারের প্রথম উইকেট। মাঠে এসেছেন নাজমুল শান্ত। 

দেখেশুনে এগুচ্ছে বাংলাদেশ

প্রথম পাওয়ারপ্লে শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তুলেছে। লিটন ২৯ বলে ২৭ ও তামিম ৩১ বলে ১৫ রানে অপরাজিত আছে।

বাংলাদেশের সাবধানী শুরু

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারে ৪.৬০ রান রেটে ২৩ রান তুলেছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ও লিটন। তামিম মন্থরগতিতে রান তুললেও লিটন বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন।

জিম্বাবুয়ে একাদশ

চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা বাট, তিনাশে কামুনহুকামওয়ি, ওয়েসলি মাদভেরে, ক্রিস্টোফার এমপফু, টিনোতেন্দা মুতুমবোজি, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, শন উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

পাঁচ পরিবর্তন বাংলাদেশের ওয়ানডে একাদশে

সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে দল থেকে পাঁচ পরিবর্তন করে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন এ ক্রিকেটার। আজ রঙিন পোশাকে সাত মাস পর টস করতে নামেন মাশরাফি। সঙ্গী জিম্বাবুইয়ান অধিনায়ক চামু চিবাবা।

আর নেমেই টসে জিতেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।

সিলেটে ফিরছে ওয়ানডে ম্যাচ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে প্রায় দেড় বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে। এ মাঠে এটি দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে এ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। সেটি ছিল এ মাঠের প্রথম অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচ। সে ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ।

উপরে