প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১১:৪৮
করোনাভাইরাস আতঙ্ক

পাকিস্তান সফরে দল পাঠিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

অনলাইন ডেস্ক
পাকিস্তান সফরে দল পাঠিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

বিশ্বের প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই মধ্যে পাকিস্তানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন। এমনকি দেশটির করাচিতে প্রায় সব স্কুল ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তাই আসন্ন পাকিস্তান সফরে দল পাঠিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, তৃতীয় দফায় খেলতে আগামী ২৯ মার্চ পাকিস্তানের করাচিতে পৌঁছাবে বাংলাদেশ দল। এই সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। কিন্তু করোনাভাইরাসের কারণে এই সফর শঙ্কায় পড়ে গেছে। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে আমরা পিসিবির সঙ্গে কথা বলব এবং যদি কোনো ঝুঁকি দেখি তাহলে অবশ্যই আমরা পাকিস্তান সফরে দল পাঠাব না। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

উপরে