প্রকাশিত : ৬ মার্চ, ২০২০ ১৫:২৬

তামিম-লিটনের ব্যাটিংয়ে কোণঠাসা জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক
তামিম-লিটনের ব্যাটিংয়ে কোণঠাসা জিম্বাবুয়ে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল। টানা চতুর্থবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য টাইগারদের। টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দারুণভাবে শুরু করেছেন ধবলধোলাইয়ের মিশন।

অধিনায়কত্বের শেষ ম্যাচে টস করতে গিয়ে সফল হতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। কিন্তু জিম্বাবুয়ে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলে ব্যাটিং পায় বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ধীরেসুস্থে প্রতিপক্ষের উপর চড়াও হচ্ছে টাইগার ওপেনার তামিম-লিটনের ব্যাট।এই দুইয়ের ব্যাটে কোণঠাসা হয়ে পড়ে জিম্বাবুয়ে। শুরু থেকেই দারুণ সব স্ট্রোক্স খেলতে থাকেন লিটন কুমার দাস। ৮.৪ ওভারেই দলীয় ফিফটি পূর্ণ করে বাংলাদেশ।

এই প্রতিবেদনটি করা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার শেষে বিনা উইকেটে ১১৭ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল (৫০*) ও লিটন দাস (৬৭*)।

উপরে