প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৬:৩৪

শীর্ষস্থান পুনরুদ্ধারে রাতে মাঠে নামছে বার্সা

অনলাইন ডেস্ক
শীর্ষস্থান পুনরুদ্ধারে রাতে মাঠে নামছে বার্সা

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে রাতে মাঠে নামছে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে আজ শনিবার রাত সাড়ে ১১টায়। এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদ লড়বে সেভিয়ার বিপক্ষে। ওয়ান্ডা মেট্রোপলিটানোয় এই ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথটা বরাবরের মতোই জমেছে বেশ। পয়েন্ট টেবিলে একবার বার্সা তো পরেরবার রিয়ালের আধিপত্য। তবে গেল দু’সপ্তাহে নিশ্চিন্ত মনে একফোঁটা হাসতে পারেননি কিকে সেতিয়েন সেটি নিশ্চিত। কারণ বার্সার করুণ দশা চলছে।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ন্যাপোলির সঙ্গে ড্র। গেল সপ্তাহে এল ক্ল্যাসিকোর মহাদ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হার। মর্যাদার লড়াইয়ে তো হেরেছেই, টেবিলের শীর্ষস্থানটাও খুইয়েছে বার্সেলোনা। রক্ষণটা বেশ ভোগাচ্ছে, মেসি-গ্রিজম্যানরা পারছেননা প্রতিপক্ষের গোলমুখ খুলতে। সেতিয়েন বাহিনীকে কিছুটা এলেমেলোই মনে হচ্ছে।

এ অবস্থায় রিয়াল সোসিয়েদাদকে হালকা করে নিলে ভুলই করবে কাতালানরা। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচেই হারের মুখ দেখেনি সোসিয়েদাদ। যেখানে বার্সার জয় মাত্র তিনটিতে। চলতি মৌসুমেই মুখোমুখি লড়াইয়ে ড্র করেছে দু’দল। সবমিলিয়ে মুখোমুখি ৫১ দেখায় বার্সার জয় ৩২টিতে, সোসিয়েদাদের মাত্র ৮টিতে। এই পরিসংখ্যানটাই কিছুটা স্বস্তি দেবে মেসি-গ্রিজম্যানদের।

ইনজুরির হানা আছে বার্সা শিবিরে। সুয়ারেজ, ডেম্বেলে, সার্জিও রবার্তোরা আগে থেকেই চোটগ্রস্থ। সবশেষ ইনজুরির মিছিলে যোগ দিয়েছেন আর্থুর। বার্সা বাহিনীকে সেরা একাদশ বাছাই করতেই পড়তে হচ্ছে মহাঝামেলায়। সব কাটিয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনা কি পারবে টেবিলের শীর্ষে পৌঁছুতে, জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।

অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম সেভিয়ার ম্যাচটায়ও আছে পয়েন্ট টেবিলের নানা হিসেব নিকেশ। দু'দলের পয়েন্ট ব্যবধান মাত্র দুই। টেবিলে সেভিয়ার অবস্থান ৩-এ, অ্যাতলেটিকো আছে ৫ নম্বরে। অ্যাতলেটিকোর সুযোগ থাকছে শীর্ষ তিনে উঠে আসার, হারলে শঙ্কা জাগবে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার।

সবশেষ ৫ ম্যাচে হারেনি অ্যাতলেটিকো। হারেনি সেভিয়াও। তবে দুই দলই বেশিরভাগ ম্যাচে ড্র করে পয়েন্ট খোয়াচ্ছে। লিগে নিজেদের প্রথম দেখায়ও ড্র করেই মাঠ ছেড়েছে দু'দল। নিজেদের মাঠে সিমিওনে বাহিনী সে ধারা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, জানা যাবে ম্যাচশেষে।

উপরে