প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১২:০৯

বেতিসের বিপক্ষে হারল রিয়াল

অনলাইন ডেস্ক
বেতিসের বিপক্ষে হারল রিয়াল

রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে নিষ্প্রভ ফুটবল খেলে হেরে গেছে।  জিনেদিন জিদানের দল হেরে গেছে ২-১ গোলে।

রবিবারের খেলায় দুর্দান্ত ফুটবল খেলা রিয়ালকে ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি।

খেলা শুরুর ১৬ মিনিটে প্রথম সুযোগটি পায় রিয়াল। তবে ভিনিসিউস জুনিয়র ডি বক্স থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি।

বেতিস নিজেদের প্রথম সুযোগ পায় ২৮তম মিনিটে। চার গজ দূর থেকে হেড করলেও লক্ষ্যে রাখতে না পারায় গোল পাননি মার্ক বাত্রা! ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ ছিল। তবে সের্হিও কেনালেসের ক্রসে নাবিল ফেকিরের বাঁ পায়ের বুলেট গতির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন থিবো কর্তোয়া। ফলে সে যাত্রাতেও গোল হয়নি।

৪০তম মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় বেতিস। জটলা থেকে বল ক্লিয়ার করার সুযোগ হারান রিয়াল অধিনায়ক। ছুটে গিয়ে বুলেট গতির শটে অরক্ষিত গোলে শট দেন সিডনি।

রিয়ালের পক্ষে সমতা ফেরান করিম বেনজেমা। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি বক্সে ফাউল করে বসেন মার্সেলোকে। সুযোগ কাজে লাগিয়ে সফল স্পট কিক করে গোল দেন করিম বেনজেমা।

এরপর নিষ্প্রভ রিয়ালকে বেশ কয়েকটি গোল দেওয়ার সুযোগ পেয়েছিল বেতিস। তবে শেষ পর্যন্ত দলটি আরেকটি গোলের দেখা পায় ৮২তম মিনিটে।

বেনজেমার বাজে পাসে বল পেয়ে যাওয়া ক্রিস্তিয়ান তেয়ো কিছুটা এগিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন। ৮২তম মিনিটে ম্যাচে দ্বিতীয়বার গোল দিয়ে এগিয়ে যায় বেতিস।

এরপর চেষ্টা করলেও আর গোল পায়নি কোনো দলই।

উপরে