প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১২:১১

আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি বন্ধ

অনলাইন ডেস্ক
আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি বন্ধ

শুরুর আগেই ধাক্কা খেলে আইপিএলের ১৩তম সংস্করণ। করোনাভাইরাস আতঙ্কে আগামী ২৯ মার্চ মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার৷

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আশ্বাস দিলেও শুরুর আগে ব্যাকফুটে আইপিএলের এবারের আসর। ২৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে চলার কথা ২০২০ আইপিএলের।

সিএনবিসি-টিভি ১৮ খবর অনুযায়ী এই ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে শিবসেনা গভর্নমেন্ট। একত্রে বহু মানুষের সমাবেশে করোনাভাইরাস ছড়াতে পারে এই আতঙ্কে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত মারা গেছে ৪,৩৮৯ জন। আক্রান্তের সংখ্যা ১,২২,২৮৯ জন। আর ভারতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ জন। 
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

উপরে