প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১২:৩৩

লিভারপুলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ

অনলাইন ডেস্ক
লিভারপুলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। অতিরিক্ত সময়ের রোমাঞ্চে নকআউট পর্বের দ্বিতীয় লেগে অলরেডদের ৩-২ গোলে হারিয়েছে রোজি-ব্লাঙ্কোসরা।

মাদ্রিদে ১-০ গোলে হারায় ফল উল্টানোর মিশন নিয়ে নিজেদের দুর্গ অ্যানফিল্ডে নেমেছিল লিভারপুল। ৪৩ মিনিটে জর্জিও উইনামডামের গোলে মিশন পুরো করার আভাস দেয় অলরেডরা। অ্যাতলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক দেয়াল হয়ে দাঁড়ানোয়, নির্ধারিত সময়ে আর কোনও গোল করতে পারেননি সালাহ-মানেরা।

১-১ অ্যাগ্রিগেটে খেলা অতিরিক্ত সময়ে গড়াতে বাধ্য হন রেফারি। শুরুতেই লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করে রবার্তো ফিরমিনো। বিদায়ের শঙ্কা থেকে আক্রমণের ধার খুঁজে পায় অ্যাতলেটিকো। ৯ মিনিটের ঝড়ে সব লণ্ডভণ্ড করে দেন বদলি খেলোয়াড় মার্কোস লরেন্তে। এ স্প্যানিশ মিডফিল্ডারের জোড়া গোলে সমতায় ফেরে রোজি-ব্লাঙ্কোসরা।

শেষ বাঁশির সময় লক্ষ্যভেদ করে ঘরের মাঠে ইউরোপীয় আসরে ইয়ুর্গান ক্লপকে প্রথম হারের স্বাদ দিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে অ্যাতলেটিকোর শেষ আট নিশ্চিত করেন আলভারো মোরাতা।

উপরে