প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৫:৩২

ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে বৃষ্টির হানা

অনলাইন ডেস্ক
ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে বৃষ্টির হানা

নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘরের মাঠে নতুন করে যাত্রা শুরু করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া৷ স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজেদের ডেরায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের শুরুতে জয় তুলে নিতে মরিয়া কোহলিরা৷

এই অবস্থায় ধরমশালায়া প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নজর ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের৷ যদিও বৃষ্টির জন্য প্রাথমিকভাবে অনিশ্চয়তা তৈরি হয় ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়েই৷ ম্যাচের দিন ধরমশালায় বৃষ্টির পূর্বাভাস ছিলই৷ আশঙ্কা সত্যি প্রমাণিত হয় ম্যাচের আগে কয়েক দফায় হিমাচলে বৃষ্টি নামায়৷

প্রথম দফার বৃষ্টির পর আউটফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি৷ টস হওয়ার কথা ছিল দুপুর ১টায়৷ মাঠ প্রস্তুত না থাকায় টস পিছিয়ে দেওয়া হয়৷ আম্পায়ারদের মাঠ পরিদর্শন করার কথা ছিল ১টা ১৫ মিনিটে৷ তবে পুনরায় বৃষ্টি নামায় আম্পায়াররা মাঠে নামার সুযোগ পাননি৷

বৃষ্টির আশঙ্কা ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজে করোনা ভাইরাস আতঙ্কও চেপে বসেছে৷ সরকারি তরফে ইতিমধ্যেই বড় জমায়েত থেকে মানুষকে দূরে সরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ তবে এখনই খালি স্টেডিয়ামে ম্যাচ আয়েজনের কোনও নির্দেশ দেওয়া হয়নি৷ স্বাভাবিকভাবেই ধরমশালার গ্যালারিতে বেশ কিছু দর্শকসমাগত ঘটেছে৷

উপরে