প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ১২:৩৯

কোয়ারেন্টাইনে অজি পেসার কেন রিচার্ডসন

অনলাইন ডেস্ক
কোয়ারেন্টাইনে অজি পেসার কেন রিচার্ডসন

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। ক্রীড়া ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে বিস্তর।

গতকাল বৃহস্পতিবার খবর আসে, পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার কথা। তার আগে রোনালদোর জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানির করোনায় আক্রান্তের খবর শোনা যায়। এবার করোনাভাইরাসে কোয়ারেন্টাইনে গেলেন অজি পেসার কেন রিচার্ডসন।

২৯ বছর বয়সী এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের স্কোয়াডেও ছিলেন। দলের সঙ্গে অনুশীলনও করেন। আজ শুক্রবার থেকে থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু স্কোয়াডে থেকেও শেষ মুহূর্তে ছিটকে পড়তে হলো রিচার্ডসনকে।

রিচার্ডসনের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

'কেন রিচার্ডের শরীরের করোনার লক্ষণ দেখা গেছে। আমরা তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রেখেছি। আমরা আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দলে ফিরবে।'

প্রথম ম্যাচের স্কোয়াড থেকে তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রিচার্ডসনকে। শুধু তাই নয়, সমর্থকরা চাইলেও টিকিট ফেরত দিতে পারবে এবং টিকিতের মূল্য ফেরত পাবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

রিচার্ডসনের বদলে দলে যুক্ত হয়েছেন আরেক পেসার শেন অ্যাবট। অ্যাবট সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন অজি টি-টোয়েন্টি দলে।

উপরে