প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৩:১৫

ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন উমর আকমল

অনলাইন ডেস্ক
ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হতে পারেন উমর আকমল

বিতর্ক-নিষেধাজ্ঞা যেন উমর আকমলের নিত্যসঙ্গী। সেসব ছাপিয়ে দলেও ফিরেছেন বারবার। কিন্তু এবার অভিযোগ প্রমাণিত হলে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে পিসিবি। 

জানা গেছে, গত মঙ্গলবার উমর আকমলের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়। এ ঘটনায় পিসিবির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। 

তবে এবার অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ আজীবনের জন্য নিষিদ্ধ হবেন উমর আকমল। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে উমরকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। ফলে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেননি তিনি। 

উপরে