প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ১৩:৩৩

করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জের মৃত্যু

চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। এবার সেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত গ্যালাকটিকোদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। 

জানা গেছে, জ্বর থেকে সেরে উঠতে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন লরেঞ্জো। সেই সঙ্গে তার দেহে ধরা পড়ে কোভিড-১৯ও। ৭৬ বছর বয়সে গতকাল শনিবার তিনি মারা যান। 

লরেঞ্জোর মৃত্যুর খবরটি  নিশ্চিত করেছেন তার পুত্র ফার্নান্দো সাঞ্জ। টুইটারে তিনি বলেন, ‘আমার বাবা-মারা গেছেন। তার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আমার দেখা অন্যতম দয়ালু, সাহসী ও কঠোর পরিশ্রম করা মানুষটি চলে গেলেন। পরিবার এবং রিয়াল মাদ্রিদ ছিল তার ভালোবাসা।’

উপরে