প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৩:৫৫

চিকিৎসক, সেনা, পুলিশকে সাকিবের স্যালুট

অনলাইন ডেস্ক
চিকিৎসক, সেনা, পুলিশকে সাকিবের স্যালুট

করোনার প্রকোপে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী অফিস, আদালতসহ বন্ধ করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সবাইকে বাসায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অনেকেই কাজ করে চলেছে নিরলসভাবে। দেশের কল্যাণে নিঃস্বার্থ এই লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের স্যালুট দিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একদিন আগেই ছিল নিজের ৩৩তম জন্মদিন। করোনাইভাইরাস থেকে রক্ষা পেতে রয়েছেন স্বেচ্ছ্বায় গৃহবন্দী। এমন অবস্থাই পালন করতে হয়েছে জন্মদিন।

নিজ ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারী কর্মকর্তাদের যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন।’ 

বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বাস করেন ঐক্যবদ্ধ হয়েই এমন পরিস্থিতি মোকাবেলা সম্ভব।

‘আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো- বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’

উপরে