প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৬:৩৬

পদত্যাগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী

অনলাইন ডেস্ক
পদত্যাগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী

দীর্ঘ সময় ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহীর দায়িত্ব দারুণ ভাবে সামলে আসলে আসছিলেন কেভিন রবার্টস। কিন্তু বছরের শুরু থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করে। আর এই সময়টা সঠিক ভাবে সামলাতে পারেননি রবার্টস।

এই সময়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়াকে। আর্থিক সংকটে পড়তে হয়েছে, যার কারণে বোর্ডের কর্মকর্তাদের বেতন কেটে নেয়ার মতো সিদ্ধান্তও নেন রবার্টস।

যা ক্রিকেটার ও রাজ্য দলগুলোর পক্ষে ছিল না বলে প্রধান নির্বাহীর সঙ্গে দূরত্ব বাড়ে দিন দিন। তার খেসারতে শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দিয়েছেন কেভিন রবার্টস।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস। তবে এটিও জানান, এই পদের ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে নিক হকলিকে।

এনিয়ে সিএ প্রধান জানান, কেভিন অনুভব করেছেন এই পদে অন্য কাউকে প্রয়োজন। আর সেটি সে জানিয়ে দেয়। তাই বোর্ডও সম্মতি প্রকাশ করে। আমরা মনে করি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটকে কোভিড-১৯ সঙ্কট পরবর্তী সময়ের জন্য ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে।

বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এনিয়েও চলছে গুঞ্জন। হবে কী হবে না এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর এই সময়ে যোগ্য কারো কাছে দায়িত্ব দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

উপরে