প্রকাশিত : ১৯ জুন, ২০২০ ১৪:২৮

সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা আর নেই

অনলাইন ডেস্ক
সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের কিংবদন্তিতুল্য ক্রিকেটার রামচাঁদ গোয়ালা।

শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই ক্রিকেটের এই বর্ষীয়ান সাবেক ক্রিকেটার। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন আবাহনী দলের সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি।

বার্ধ্যক্যজনিত নানা রোগে ভুগে অবশেষে এই গুণী ক্রিকেটারের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ক্রিকেট থেকে বিদায় নেন রামচাঁদ গোয়ালা। এর আগে প্রায় ১৫ বছরের বেশি সময় আবাহনীতে খেলেছেন তিনি। ঢাকাই ক্রিকেটে সেরা বাঁহাতি স্পিনার ছিলেন রামচাঁদ।

একসময়ে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন এ বাঁহাতি স্পিনার।

ভারতের পশ্চিমবঙ্গ ও শ্রীলংকা টেস্ট দলের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেন গোয়ালা।

সত্তর দশকে ঢাকাই ক্রিকেটে যখন নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি ম্যাটিং উইকেটে পেসাররা দাপুটে বোলিং করতেন, তখনই ঘূর্ণিজাদু নিয়ে আবির্ভাব ঘটে রামচাঁদের।

সেই সময় দৌলতুজ্জামান, জাহাঙ্গীর শাহ বাদশাহ, দীপু রায় চৌধুরীদের মতো দ্রুতগতির বোলারদের ছাপিয়ে ব্যাটসম্যানদের আতঙ্কে পরিণত হন রামচাঁদ।

আবাহনীতে নাম লেখানোর আগে ঢাকার ক্লাব ক্রিকেটে টাউন ক্লাবের হয়েও খেলেছেন এই কীর্তিমান ক্রিকেটার।

উপরে