প্রকাশিত : ২০ জুলাই, ২০২০ ১৪:২৪

রেকর্ড গড়ে লিগ শেষ করলেন মেসি

অনলাইন ডেস্ক
রেকর্ড গড়ে লিগ শেষ করলেন মেসি

স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষ ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা।

রোববার প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে লিওনেল মেসির দল। 

ম্যাচের ২৪ মিনিটে আনসু ফাতির গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। মেসির বাড়ানো বল থেকে গোল করেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এতে এক মৌসুমে স্প্যানিশ লিগে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলা বার্সা। ৩৪ মিনিটে ডি-বক্সে  বল পেয়ে জায়গা বানিয়ে জালে পাঠান মেসি। প্রথমার্ধের শেষ সময় জর্দি আলবার উঁচু করে বাড়ানো বল হেডে জালে জড়ান লুইস সুয়ারেজ। এতে ৩-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ হয়।

বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে জালের দেখা পান নেলসন সেমেদো। ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এতে টানা ১১ মৌসুমে ২৫টি গোল করার রেকর্ড গড়লেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।

এ গোলের মধ্য দিয়ে আসরে সর্বোচ্চ গোলদাতা হিসেবে টানা চতুর্থবারের মতো পিচিচি ট্রফি জয় নিশ্চিত করেন মেসি। রেকর্ড সাতবারের মতো স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।

দিনের অপর ম্যাচ লেগানেস ও রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র হয়েছে। আরেক ম্যাচ অ্যাতলেটিকো মাদ্রিদ ও সোসিয়েদাদের খেলা ১-১ গোলে ড্র হয়। 

উপরে