প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০ ১৪:৪০

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা

অনলাইন ডেস্ক
ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা

ফিফা প্রেসিডেন্টের জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা করছেন এক সুইস প্রসিকিউটর। সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবেরের সঙ্গে ফিফা প্রধানের অনৈতিক লেনদেন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

২০১৭ সাল থেকে ইনফান্তিনোর সঙ্গে লাওবেরের তিনবার গোপন বৈঠকের প্রমাণ পেয়েছে সুইস কর্তৃপক্ষ। সে সময় তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছুই জানায়নি তারা।

ফিফা প্রেসিডেন্ট ও সুইস অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর তদন্ত করেন প্রসিকিউটর স্টেফান কেলার। এ ঘটনার পর গেল সপ্তাহে পদত্যাগ করেছেন লাওবের। 

দুর্নীতির দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ হওয়া সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ২০১৬ সালে ফিফা প্রধানের দায়িত্ব নেন ইনফান্তিনো।

উপরে