প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৯

আজ পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের

অনলাইন ডেস্ক
আজ পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের
পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের। প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, অলরেডদের প্রতিপক্ষ লিডস ইউনাইটডে। ম্যাচ শুরু রাত সাড়ে ১১টায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম, প্রথম দিনেই মাঠে নামতে হচ্ছে ৩০ বছর পর গেলো আসরে ট্রফি ঘরে তোলা লিভারপুলকে। যদিও মাঠের পারফরমেন্সের শেষ লড়াইয়ে কমিউনিটি শিল্ডে আর্সেনারের কাছে ধরশায়ি হয়ে হাতছাড়া হয়েছে ট্রফি, চ্যাম্পিয়ন্স লিগে দৌড় ছিলো রাউন্ড অব সিক্সটিন পর্যন্ত। করোনা কালে যেন মরিচা পড়েছে অলরেডদের পারফরমেন্সে।

১৬ বছর পর প্রিমিয়ার লিগে জায়গা পেয়েছে লিডস ইউনাইটেড ইউনাইটেড। হাল্কা ভাবে নেয়ার সুযোগ নেই, সেই মন্ত্রেই ছেলেদের দিক্ষিত করেছেন রেড বস ইয়োর্গেন ক্লপ। হেন্ডারসন, মাতিপের সাইড লাইনে থাকাটা প্রভাব ফেলবেনা লিভারপুল ইলেভেনে, যদি সালাহ ফিরমিনোদের ঠিক ঠাক বলের জোগান দিতে পারেন শাকিরি চেম্বারলেইনরা।

প্রিমিয়ার লিগ ইতিহাসে তিনবারের চ্যাম্পিয়ন লিডসের শেষ ট্রফি জয় ১৯৯১-৯২ মৌসুমে। অনেক চড়াই উতড়আ পেরিয়ে আবারও মিলেছে প্রিমিয়ার লিগের টিকিট। আর্জেন্টাইন কোচ মার্সেলো আলবার্তোর ফরমেশনে চ্যাম্পিয়নদের রুখে দেয়ার মিশনে মাঠ দাপিয়ে বেড়াবেন রদ্রিগো মেসাদো, হেলদার কস্তারা।

লিগে ক্রিস্টাল প্যালেসের মিশন শুরু হতে যাচ্ছে সাউদাম্পটনের বিপক্ষে লড়াই দিয়ে, দুই দলের গেলো আসরের পারফরমেন্সও যে খুব ভালো ছিলো তেমন নয়, টেবিলের ১১ নম্বরে থেকে লিগ শেষ করেছিলো সাউদম্পটন, আর ১৪তে ক্রিস্টাল প্যালেস, তাই শক্তির বিচারে দুই দলের অবস্থান অনেকটাই কাছাকাছি।

মিডনাইটে ওয়েস্টহ্যাম নিউক্যাসল ফাইট। লন্ডন স্টেডিয়ামে হোস্ট হিসেবে এগিয়ে থেকে মুরু করবে ওয়েস্টহ্যাম, তবে ফাকা গ্যালারি কতটাই বা প্রেরনা জোগাবে, গেলো আসরে ৩৮ ম্যাচে জয় এসেছিলো মাত্র ১০টা, লিগ শেষেরে হিসাবে পয়েন্ট টেবিলের ১৬ ছিলো ওয়েস্টহ্যাম। পয়েন্ট টেবিলের আনলাকি থার্টিনে থেকে গেলো আসর শেষ করে নিউক্যাসল। নতুন মৌসুমে নিজেদের অর্জন ছাড়িয়ে যেতে নিশ্চয়ই চাইবে তারা।

উপরে