প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫০

উয়েফা সুপার কাপ বায়ার্ন মিউনিখের

অনলাইন ডেস্ক
উয়েফা সুপার কাপ বায়ার্ন মিউনিখের

সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ২-১ গোলে জিতে শিরোপা উৎসব করে হান্স ফ্লিকের দল। প্রতিযোগিতায় জার্মান ক্লাবটির এটি দ্বিতীয় শিরোপা। 

বৃহস্পতিবার শুরু থেকে আক্রমণ আর প্রতি আক্রমণে খেলা রোমাঞ্চকর  হয়ে উঠে। ম্যাচের ১৩ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের সফল স্পট-কিকে এগিয়ে যায় সেভিয়া।

হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় ৩৪ মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান লিওন গোরেৎজকা। নির্ধারিত সময় কোনও দলই আর জালের দেখা পায়নি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের ১৪ মিনিটে জয়সূচক গোলটি করেন জাভি মার্তিনেস। ডাভিড আলাবার শট গোলরক্ষক ফেরালে ফিরতি বল হেডে জালে পাঠান তিন মিনিট আগে বদলিতে নামা এই স্প্যানিশ মিডফিল্ডার।

করোনা ভাইরাসের সংক্রমণের পর এই প্রথম ২০ হাজার দর্শকের মধ্যে জয়ের উল্লাস করে বায়ার্ন মিউনিখ।

২০০৬ সালে প্রথমবার সুপার কাপে অংশ নিয়ে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেভিয়া।

এরপর আরও পাঁচবার খেলে প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো স্প্যানিশ দলটিকে।

উপরে