প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ১৪:৪২

৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

চট্রগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানকে খুব বড় একটা লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিংএ লিটনের সেঞ্চুরি ও বোলিংএ তাইজুলের ৭ উইকেটে লাভের পর বাংলাদেশের সামনে জয়ের যে সম্ভাবনায় দেখা দিয়েছিলো তা বাংলাদেশের দ্বিতীয় ইংনিংসে ১৫৭ রানে আউট হয়ে যাওয়ার পর অনেকটাই ফিকে হয়ে যায়।

২০২ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন পাকিস্তান কোন উইকেট না হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। আজ পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিলো ৯৩ রান। হাতে ছিলো ১০ টি উকেট।

অভাবনিয় কিছু করার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ মাঠে নামে। কিন্তু পাকিস্তানের মাত্র ২টি উইকেট ফেলাতে সক্ষম হয় বাংলাদেশের বোলারা। পাকিস্তান প্রথম সেশনেই জয়ের বন্ধরে পৌঁছে যায়।পাকিস্তানের আবিদ আলী ৯১ ও আব্দুল্লাহ শফিক ৭৩ রানে আউট হয়ে যায়।আজহার আলী২৪ ও বাবর আজম ১৩ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে সহজ জয় এসে দেয়।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের ব্যাটম্যান আবিদ আলী।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩০

পাকিস্তান প্রথম ইনিংস: ২৮৬

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৭

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫৮.৩ ওভারে ২০৩/২ (আবিদ ৯১, শফিক ৭৩, আজহার ২৪*, বাবর ১৩*; তাইজুল ২৮-৪-৮৯-১, ইবাদত ৮-২-৩০-০, মিরাজ ১৮.৩-৪-৫৯-১, আবু জায়েদ ৪-০-২৩-০)

উপরে