প্রকাশিত : ১০ আগস্ট, ২০২২ ১৫:০৩

ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

অনলাইন ডেস্ক
ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। পছন্দের ফরম্যাট ওয়ানডেতে ফেভারিটই ছিল টাইগাররা।

কিন্তু বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের হতবাক করে দিয়ে প্রথম দুই ম্যাচ হেরেই বাংলাদেশ সিরিজ খুইয়েছে। আজকের ম্যাচে হেরে গেলে জিম্বাবুয়ের কাছে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ।

এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে এবাদত হোসেনের। বাংলাদেশের হয়ে ১৭টি টেস্ট খেললেও আজই প্রথম ওয়ানডে খেলছেন এবাদত।  দ্বিতীয় ম্যাচে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আজ তিনিও একাদশে ফিরেছেন। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

বাংলাদেশের আজকের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদ উল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

উপরে