প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২৮

সাফজয়ী তিন নারী ফুটবলারকে পুরস্কারের ঘোষণা

অনলাইন ডেস্ক
সাফজয়ী তিন নারী ফুটবলারকে পুরস্কারের ঘোষণা

ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাঁদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। পাহাড়ি জেলা খাগড়াছড়ির বাসিন্দারা আজ গর্বিত ও আনন্দিত।

এই জেলা থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিনজন খেলছেন। তাঁদেরকে পুরস্কারের ঘোষণাও এসেছে এরই মধ্যে।

নারী দলের ফুটবলার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই তিন ফুটবলারের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।

জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।   এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।

উপরে