প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ২০:০৩

ব্রাজিলকে বিশ্বকাপে কখনোই গোল দিতে পারেনি ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক
ব্রাজিলকে বিশ্বকাপে কখনোই গোল দিতে পারেনি ক্রোয়েশিয়া

কাতারের আল রাইয়ানে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের আগে কিছু পরিসংখ্যান সামনে চলে আসছে। যেমন ব্রাজিলের জালে ক্রোয়েশিয়ানরা কখনই গোল দিতে পারেনি।

তাই আজকের ম্যাচটা ক্রোয়েশিয়ার জন্য একটা খরা কাটানোর ম্যাচই বলা যায়।

আবার বিশ্বকাপে গত ২০ বছরে গ্রুপপর্ব পার হয়ে নকআউটে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে কখনো জিততে পারেনি লাতিন আমেরিকার দলটি। ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে হিসেবেটা বদলে দিতে পারবে ব্রাজিল?

ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য শতভাগ অপরাজিত থাকার রেকর্ড ব্রাজিলের। এ পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়ে ৩ জয় ও ১ ম্যাচে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে।  

২০০৬ বিশ্বকাপের গ্রুপপর্বে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপেও গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিলেন নেইমার-মার্সেলোরা।  নেইমারের জোড়া গোল ও অস্কারের গোলে সেবার ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। আত্মঘাতী গোল করেছিলেন মার্সেলো।  

পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপে ব্রাজিলের জালে ক্রোয়েশিয়া এখনো গোল করতে পারেনি। বিশ্বকাপের বাইরে দুটি প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটিতে ২০০৫ সালে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ২০১৮ সালে সর্বশেষ প্রীতি ম্যাচে জিতেছে ২-০ ব্যবধানে।

ক্রোয়েশিয়ার সামনে ইতিহাস বদলের সুযোগ রয়েছে, দেখা যাক কী হয়।

উপরে