প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৩:১৯

সৌদি পৌঁছেছেন রোনাল্ডো

অনলাইন ডেস্ক
সৌদি পৌঁছেছেন রোনাল্ডো

সৌদি আরবে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি বিশেষ বিমানে করে সোমবার মধ্যরাতে রিয়াদে এসে পৌঁছান আল নাসরে যোগ দেওয়া এ পর্তুগিজ তারকা।

এ সময় তার সঙ্গে ছিলেন বান্ধবী ও সন্তানরা। ২২১৩ কোটি টাকার চুক্তিতে ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসরে যোগ দিয়েছেন রোনাল্ডো।

তাকে মঙ্গলবার নিজেদের মাঠে খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদি ক্লাবটি। খবর আলজাজিরার।

সৌদিতে পৌঁছে রোনাল্ডো উঠেছেন একটি বিলাসবহুল হোটেলে। রোনাল্ডোর সঙ্গে আছে তার সহকারীদের বিশাল বহর, সঙ্গে একটা ব্যক্তিগত নিরাপত্তা ফার্মও। তাদেরও ঠিকানা হয়েছে সেই হোটেলেই।

কাতার বিশ্বকাপের ঠিক আগে এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্তাব্যক্তিদের ধুয়ে দিয়েছিলেন তিনি।

ইউনাইটেড অধ্যায়টা কার্যত সেখানেই শেষ হয়ে যায় তার। এর পর ‘দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে’ রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।

রোনাল্ডো বিশ্বকাপ শেষ হতেই পাড়ি জমালেন সৌদি ক্লাব আল নাসরে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় ক্লাবটির ঘরের মাঠ মরসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে রোনাল্ডোকে হাজির করা হবে।

ক্যারিয়ারের শেষ সময়ে ইউরোপীয় ফুটবল তারকাদের মধ্যপ্রাচ্যে আসাটা অবশ্য নতুন কিছু নয়। জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলা, জর্জ উইয়াহর মতো তারকারাও ক্যারিয়ার-সায়াহ্নে এসেছেন মধ্যপ্রাচ্যে। তবে এ তালিকায় রোনাল্ডো যে সবচেয়ে বড় নাম।

উপরে