প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২৩ ১৩:৫৪

প্রথম নারী ক্রিকেটারের মূর্তি, বেলিন্ডা ক্লার্ককে অনন্য সম্মান

অনলাইন ডেস্ক
প্রথম নারী ক্রিকেটারের মূর্তি, বেলিন্ডা ক্লার্ককে অনন্য সম্মান

দেশের ক্রিকেটের ইতিহাসে বেলিন্ডা ক্লার্ককে অমর করে রাখতে তার একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচিত হলো। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে তাকে এই অনন্য সম্মান দেওয়া হয়। এই প্রথম কোনও নারী ক্রিকেটারের মূর্তি বানানো হলো।

২০২১ সালের শুরুতে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের মূর্তি বানানোর ঘোষণা দেওয়া হয়। স্টেডিয়ামে ওয়াক অব অনারে জায়গা পায় এটি। এসসিজির স্কাল্পচার প্রজেক্টের ১৫তম সদস্য তিনি।

পুরো দেশে ৭৩ পুরুষ ক্রিকেটারের মূর্তি থাকলেও প্রথম নারী ক্রিকেটার হিসেবে তাদের পাশে নাম উঠলো বেলিন্ডার। ১৯৯৭ ও ২০০৫ সালের বিশ্বকাপ জয়ী ৫২ বছর বয়সীর মূর্তি জায়গা পেয়েছে সাবেক অধিনায়ক রিচি বেনউড ও স্টিভ ওয়াহর পাশে।

১২ বছর নারী দলের অধিনায়কত্ব করা ও তিনটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া বেলিন্ডা বলেন, ‘এই স্থানে মূর্তি পেয়ে আমি রোমাঞ্চিত।’

উপরে