প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩ ১৩:১৪

শিরোপার দৌঁড়ে আরো পিছিয়ে পড়ল রিয়াল

অনলাইন ডেস্ক
শিরোপার দৌঁড়ে আরো পিছিয়ে পড়ল রিয়াল

শনিবার রাতে লা লিগার ম্যাচে জিরোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। রবিবার রাতে রিয়ালের সামনে সুযোগ ছিল বার্সার সঙ্গে ব্যবধানটা ফের তিনে নামিয়ে আনার। সেই সুযোাগ কাজে লাগাতে পারেনি রিয়াল, ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল রিয়াল। তবে বেনজিমা-ভিনিসিয়ুসরা গোলের উদ্দেশ্যে ২০টি শট নিলেও সাতটি ছিল লক্ষ্যে। ম্যাচের দুই অর্ধেই ভিনিসিয়ুস জুনিয়র খুব কাছ থেকে দুটি সুযোগ নষ্ট করেন। দুইবারই ভিনিকে রুখে দেন সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। করিম বেনজেমা, টনি ক্রুস ও রোদ্রিগোকেও থামান সোসিয়েদাদ গোলরক্ষক।

ম্যাচে গোলের খাতা খুলতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। লিগের ১৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৪২। লা লিগার শিরোপার দৌঁড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ এগিয়ে গেল কাতালানরা।

উপরে