প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০ ১৫:৪৫

ইনস্টাগ্রামের নতুন ফিচার ব্যবহার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামের নতুন ফিচার ব্যবহার করবেন যেভাবে

টিকটককে টেক্কা দিতে সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে স্লো-মো, ইকো ও বুমেরাংয়ে ডুও এফেক্ট। এছাড়াও চাইলে গ্রাহক এবার থেকে বুমেরাং ক্লিপে কাটছাঁট করতে পারবেন। স্লো-মো এফেক্টে বুমেরাং এফেক্ট স্লো হয়ে যাবে। ইকো এফেক্টে ভিডিও ব্লার হয়ে যাবে। এছাড়াও ডুও এফেক্টে যোগ হচ্ছে একটি ভার্টিকাল লাইন। কীভাবে নতুন এই ফিচারগুলি ব্যবহার করবেন?

যা যা প্রয়োজন,

লেটেস্ট ইনস্টাগ্রাম অ্যাপ।

ইন্টারনেট কানেকশন।

ইনস্টাগ্রামে স্লো-মো, ইকো ও ডুও এফেক্ট ব্যবহার করবেন কীভাবে?

স্টেপ ১। স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করে ডান দিকে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করুন।

স্টেপ ২। এবার বাঁ দিকে সোয়াইপ করে বুমেরাং মোড সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার রেকর্ড বাটন প্রেস করে বুমেরাং ভিডিও রেকর্ড করুন।

স্টেপ ৪। রেকর্ডিং শেষ হলে – স্লো-মো, ইকো অথবা ডুও অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৫। এর পরে 'সেন্ড’ বাটন সিলেক্ট করুন।

অ্যাপের স্টোরি বিভাগ থেকেও বুমেরাং ভিডিও তৈরি করা যাবে। সেই জন্য একই পদ্ধতি ব্যবহার করতে হবে। স্টোরি বিভাগে গিয়ে বুমেরাং সিলেক্ট করে একটি ভিডিও রেকর্ড করতে হবে। রেকর্ডিং শেষ হলে – স্লো-মো, ইকো অথবা ডুও অপশন সিলেক্ট করে স্টোরি পোস্ট করা যাবে। স্টোরি পোস্ট করার আগে অন্যান্য স্টোরির মতোই স্ট্যাম্প ও ইমোজি এফেক্ট ব্যবহার করা যাবে।

উপরে