কুড়িগ্রামের জেলা প্রশাসক কর্তৃক আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন
১৪ মে মঙ্গলবার বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত প্রশিক্ষণ শেড ও বন্যাজনিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। এসময় তিনি ভিডিপি সদস্যদের উদ্দ্যেশে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন “এখন বাংলাদেশে অর্থের সমস্যা নেই, সমস্যা হলো সঠিক পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের। সঠিক পরিকল্পনাই পারে এদেশের বেকারত্বসহ সকল সমস্যা দূর করতে। বাংলাদেশ সোনার দেশ, এদেশের যুবকরা চাইলেই বিদেশে না গিয়েও এখানেই সোনা ফলাতে পারে।” তিনি আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদেরকে নতুন নতুন আইডিয়া ও পরিকল্পনা তৈরি করে কাজ করা আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, ব্যাটালিয়নের নায়েক মুজিবুর রহমান। ১৪দিন মেয়াদি কোর্সটি ০৪ মে শুরু হয়। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ১০০ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন দিবসে বিষয়ভিত্তিক অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোস্তাফিজুর রহমান প্রধান, জেলা ত্রাণ ও পুর্নাবাসন কর্মকর্তা মোঃ খাইরুল আনাস, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক চন্দন কুমার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।