পাঁচবিবিতে শিক্ষা বৃত্তি প্রদান
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জেলার পাঁচবিবি ব্র্যাক্ আঞ্চলিক অফিসের আওতায় শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান ও উচ্চ শিক্ষা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয। পাঁচবিবি বটতলীর এসডিএস এনজিওর হলরুমে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি-ইনডিজেনাস প্রকল্পর মাধ্যমে উপজেলার অতিদরিদ্র–অসহায় আদিবাসী পরিবারের স্কুল কলেজ গামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা হিসাবে এ নগদ অর্থ প্রদান করা হয়।
ব্র্যাকের জয়পুরহাট জেলা ব্যবস্থাপক রবার্ট মার্ডী অসহায় শিক্ষার্থীদের হাতে এ অর্থ তুলেদেন। রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যায়নরত দর্শন বিভাগের মেধাবী ছাত্র সুমন মিনজি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা সম্পর্কিত বিষদ আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রশিক্ষক লাভলী হেমরম, আইডিও অফিসার সোনারাম মার্ডী, রুমা কুজুর ও মায়া মার্থা লাকড়া প্রমুখ।