প্রকাশিত : ১৪ মে, ২০১৯ ২১:২৪

বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল

ষ্টাফ রিপোর্টার
বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে আজ মঙ্গলবার এক ইফতার মাহফিল প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্বে রোজার তাৎপর্য শীর্ষক এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মাওঃ আবু হাসান সিদ্দিকী। আলোচনায় তিনি বলেন, সিয়াম সাধনার মাস রমজানুল মোবারক। আত্মশুদ্ধির জন্য মহান রাব্বুল আলামিন এ মাসকে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষনা দিয়েছেন। এ মাসে রোজাদারের রোজার পুরস্কার আল্লাহতায়ালা নিজেই দিবেন। এ মাস পরবর্তী একজন রোজাদার ব্যাক্তি পাপ মোচনের সুযোগ পাবে।

রোজার তাৎপর্য ও ফজিলতকে ধারন করে আমরা প্রত্যেককে মানবজাতির কল্যানে কাজ করব। আমাদের ধৈর্য্য, ত্যাগ, তিতিক্ষা, হানাহানি-মারামারি হতে বিরত থাকা, পারস্পারিক সুসম্পর্কের শিক্ষা দিয়ে থাকে সিয়াম সাধনা। তাই রোজা হতে শিক্ষা নিয়ে আমরা দেশ-জাতি ও সমাজের জন্য কাজ করবো। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ইফতার মাহফিলে অংশ নেন বগুড়া ওয়াইএমসিএ এর সভাপতি মিঃ দিলীপ মারান্ডি, উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, সহ-সভাপতি ডাঃ রিটা মন্ডল, অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডি, কার্যনির্বাহী সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে ইফতার পূর্ব মূহুর্তে দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবু হাসান সিদ্দিকী।

উপরে