প্রকাশিত : ১৫ মে, ২০১৯ ১৫:১০

হিলিতে বিএসটিআই অনুমোদনহীন ৪ সেমাই ফ্যাক্টরী

১লাখ ৫ হাজার টাকা জরিমানা
হিলি (দিনাজপুর)
হিলিতে বিএসটিআই অনুমোদনহীন ৪ সেমাই ফ্যাক্টরী

দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের বিএসটিআই অনুমোদনহীন ৪টি সেমাই তৈরী কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তারেকুল সেমাই কারখানায় ৪০ হাজার টাকা, মুমু সেমাই কারখানায় ১৫ হাজার টাকা, রাজ্জাক সেমাই কারখানায় ৩০ হাজার টাকা ও  রিমা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, বিএসটিআই অনুমোদনহীন এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এবং এ অভিযান অব্যাহত থাকবে।

 

উপরে