বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাফর আলী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় এবং আসনটি শুন্য ঘোষণার পর থেকে বগুড়ার সম্ভাব্য প্রার্থীরা ভোটের আমেজে নেমে পড়েছেন। রমজান আর ঈদকে সামনে রেখে প্রার্থীরা বিভিন্নভাবে শুভেচ্ছা বিনিময় করেন। আজ বগুড়া সদর আসন থেকে সংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মোঃ জাফর আলী সহকারী রিটার্নিং অফিসার এ এস এম জাকির হোসেনের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী জাফর আলী বলেন, সদরের আসনের জনগণ দুই দলকেই ভোট দিয়ে জনগণের কোন উন্নয়ন হয়নি। তাই এবার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে এটা আমার বিশ্বাস। আমি নির্বাচিত হলে এলাকার জনগণের উন্নয়ন করবো।